মেহেরপুর প্রতিনিধি (০৭.০৩.২২)
মেহেরপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ রফিকুল ইসলাম, জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ছহিউদ্দীন ডিগ্রি কলেজেরঅধ্যক্ষ একরামুল আজিম প্রমুখ।
এর পর মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মেহেরপুর শিল্পকলা একাডেমী, জেলা শিক্ষা অফিস, শিশু একাডেমী সহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।


পূর্ববর্তী খবর