মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন।
রাইপুর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান বক্তা ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভা শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাইপুর বাজার প্রদক্ষিণ করে। স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমজাদ হোসেন বলেন, বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি জাতীয় রূপরেখা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির মধ্যেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথনকশা লুকিয়ে আছে। আমরা ভোটাধিকার ফিরিয়ে আনতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং জনগণের সরকার গঠনে আন্দোলন করছি। এখন আর পিছু হটার সময় নয়।তিনি আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গুম-খুনের রাজনীতি থেকে মুক্তি পেতে জনগণ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের এই আন্দোলন জনআন্দোলনে পরিণত হয়েছে, যাকে আর দমন করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ থাকতে হবে, যাতে এই ষড়যন্ত্র সফল না হয়। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে আন্দোলনের আগুন জ্বালিয়ে রাখতে হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ধৈর্য ধরে রাখতে হবে। গণতন্ত্রের এই লড়াই জনগণের লড়াই।
অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার পুনরুত্থান ও বিএনপির সফলতা কামনা করা হয়।
 
												 
