মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও অভিভাবক-শিক্ষক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আহ্বায়ক কাওসার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান।
বক্তৃতায় উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথ্যা, অধ্যাপক হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক নিগার সুলতানা, খুশরু ইসলাম, প্রভাষক এস এম আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক শফিউদ্দিন, জাহিদ ইসলাম, আসাদুজ্জামান লিটন, দ্বাদশ শ্রেণির ছাত্রী রুকাইয়া হাসান নাহি ও একাদশ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, অভিভাবক ও শিক্ষকদের একত্রিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করা সম্ভব।
অনুষ্ঠান শেষে অভিভাবকরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে নিয়মিত এ ধরনের সভা আয়োজনের আহ্বান জানান।