মেহেরপুরের গাংনীতে ইট বোঝায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান ট্রলি চাপায় কাল্লু মন্ডল (৬৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাল্লু মন্ডল ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামের সুষ্ঠু মন্ডলের ছেলে।
নিহত কাল্লু মন্ডলের ভাতিজা মন্টু সরকার জানান, তার চাচা কাল্লু মন্ডল ছেলেদের জন্য ঢাকায় চাউল পাঠাতে গাংনীতে যায়। ঢাকার একটি পরিবহনে চাউল তুলে দিয়ে সেখান থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে বাঁশবাড়িয়া বাজারে পৌঁছায়।
বাঁশবাড়িয়া বাজারের একটি ফার্মেসি থেকে ঔষধ নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা অবৈধ যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাল্লু মন্ডল বাঁশবাড়িয়া বাজারের রোড ডিভাইডারের মাঝ দিয়ে পকেট রাস্তা পার হওয়ার সময় গাংনী থেকে মেহেরপুরগামী অবৈধ যানবাহন ট্রলি তাকে চাপা দিলে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে চালক ট্রলি ফেলে পালিয়ে গেছে।
গাংনী থানার এসআই আতাউর ও স্থানীয়রা জানিয়েছে, ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া রিপন ইটভাটা থেকে ইট বোঝাই করে তিনটি ট্রলি মেহেরপুরের দিকে যাওয়ার পথে পথচারী পথচারী কাল্লু মন্ডলকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার দাস বলেন দুর্ঘটনায় স্থল থেকে কাল্লু মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।