মেহেরপুর প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (আজ) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুরে স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীুসমর্থক এই হামলা চালায়। এতে অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন এবং একজন আলোকচিত্রীর ক্যামেরা ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটেজ ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সোহাগ নামে এক কর্মী ও তার সঙ্গে থাকা কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি ফটো সাংবাদিক ডালিমের ক্যামেরা ভেঙে ফেলেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে হামলায় আহতদের মধ্যে রয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম। তিনি জানান, হামলাকারীরা তার শার্ট ধরে টানাহেঁচড়া করে ডিভাইস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সময়ের আলোর রিপোর্টার মাহবুব আলম শ্রাবণ, জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহরিয়ার রাকিবসহ আরও কয়েকজন আহত হন। ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা হাফিজ দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণের আশ্বাস দেন। তবে মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।