মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বজ্রপুর গ্রামের যুবক বিদ্যুৎ হোসেন (২০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিদ্যুৎ হোসেন গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের ব্রজপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ তার আলগামন চালিয়ে হাড়াভাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে হাড়াভাঙ্গা পূর্বপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিদ্যুতের মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।