মেহেরপুর প্রতিনিধিঃ
মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও বদলে গেল মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি)। নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণের আগেই তার সে পদায়ন বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হলো।
এদিকে মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বুধবার তার শেষ কর্মদিবস সম্পন্ন করেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী মুহূর্তে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন।
নতুন জেলা প্রশাসক দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। হঠাৎ পরপর দুইবার ডিসি বদলি হওয়ায় স্থানীয় প্রশাসনসহ জেলার বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে।