মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধায় সীমান্ত পিলার ১৩০/৩ এস এর সীমান্তের বাংলাদেশের শূন্য রেখা কাছে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করার প্রক্রিয়া চলছে । তবে স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে মানসিক ভারসাম্যহীন হিসেবে এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ময়না তদন্তের জন্য তার লাশ ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।