মেহেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে বিএনপির সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের শাহাদাত এবং দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের বিচার ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুল আলম, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, এবি পার্টির আহ্বায়ক রফিকুজ্জামান রফিক, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সাইদুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন, “শেরপুরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় একজন নিরীহ নেতা শহীদ হয়েছেন। এই ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নারী নির্যাতন বেড়েই চলেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসী হামলা বন্ধ, নারীদের প্রতি সহিংসতা রোধ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।