মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌরসভার টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)” এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুস সালাম। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি কার্যকর মাস্টার প্ল্যানই পারে গাংনীকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব আধুনিক পৌরসভায় রূপ দিতে। তিনি আরো বলেন, ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামো সম্প্রসারণ, সড়ক নেটওয়ার্ক, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, জনসেবা কেন্দ্র এবং সবুজ পরিবেশ রক্ষায় সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সংক্ষিপ্ত আলোচনা শেষে মাস্টার প্ল্যান সভার উদ্বোধন ঘোষণা করেন।
সভায় পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড এবং জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড অংশ নেয়।
সভা পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ রেজাউর রহমান, যিনি প্রজেক্টরের মাধ্যমে গাংনী পৌরসভার মাঠ জরিপের সারসংক্ষেপ তুলে ধরেন এবং মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক ধারণা ও দিকনির্দেশনা উপস্থাপন করেন।
পরে পৌরসভার নয়টি ওয়ার্ডভিত্তিক গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় উন্নয়ন চিহ্নিত করে প্রস্তাবনা দেন।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী শামীম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান (আঃ দাঃ), সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, শিক্ষক, টিএলসিসি সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধি।
অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন—মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে গাংনী পৌরসভা হবে একটি স্মার্ট ও টেকসই নগরী, যেখানে নাগরিক সুবিধা, পরিবেশ ও উন্নয়ন একসাথে এগিয়ে যাবে
পূর্ববর্তী খবর