মেহেরপুর প্রতিবেদকঃ
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে এই পুষ্প মাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির,জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে আহবায়ক শামসুল আলম সোনা, জেলা পরিষদের পক্ষে প্রশাসক সামিউল ইসলাম। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রীতম শীল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নজরুল কবির, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ববর্তী খবর