মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন উজ্জ্বল কুমার রায় । বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উজ্জ্বল কুমার রায় এর আগে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনে দক্ষতা ও শৃঙ্খলার কারণে তাকে মেহেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুব শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
অন্যদিকে, সদ্য বদলিকৃত মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।