মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা পুলিশের রিজার্ভ ইনস্পেক্টর (পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার)কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। খুলনার আরআরএফে বদলি হওয়ায় বৃহস্পতিবার মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “মেহেরপুর জেলা পুলিশের উন্নয়নে বিদায়ী কর্মকর্তার ভূমিকা প্রশংসনীয়। তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা ভবিষ্যতেও অন্যদের অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী কর্মকর্তা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মেহেরপুর জেলা আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা সবসময় স্মরণে থাকবে।”
অনুষ্ঠান শেষে কেক কাটা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।