মুজিবনগর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ মন্ডল। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪০০ জন কৃষকে ৫ কেজি মাসকলাই এর বীজ ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুজিবনগর এর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক প্রিন্স মুন্সি।


পূর্ববর্তী খবর