চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমি মোড় এলাকায় একটি পরিত্যক্ত অফিস ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (সকাল) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একাডেমি মোড়সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডের পেছনে অবস্থিত পরিত্যক্ত ভবনটি থেকে মঙ্গলবার সকাল থেকেই তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধে সন্দেহ হলে স্থানীয় পথচারী ও এলাকাবাসী ভবনটির ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলার একটি কক্ষে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মরদেহটি ভবনের একটি কক্ষের মেঝেতে শোয়ানো অবস্থায় ছিল। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরে এবং শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মৃত্যু অন্তত তিন থেকে চার দিন আগে হয়েছে। সতর্কতার সঙ্গে বিশেষ প্লাস্টিকে মুড়িয়ে মরদেহটি ভবন থেকে নিচে নামানো হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আশপাশের থানা ও নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার এক কর্মকর্তা জানান, পরিত্যক্ত ও নির্জন ভবনে ওই যুবক কীভাবে পৌঁছালেন এবং তার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।