মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলা ভাটপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গাংনী উপজেলা শাখা। রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, “ভাটপাড়া গ্রামে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।”
রবিউল ইসলাম আরও বলেন, “গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া অনভিপ্রেত ও আইনবিরোধী। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নাজমুল হুদা। তিনি বলেন, “রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। হামলা ও সহিংসতার রাজনীতি বন্ধ না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
এ সময় গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবু সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজন জামায়াত নেতাকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। উত্তেজনা প্রশমনের জন্য স্থানীয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।