মেহেরপুর প্রতিনিধিঃ
সারাদেশের নাই মেহেরপুরে গাংনীতে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাংনী ফুটবল মাঠে কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা সভাপতিত্বে প্রধান অতীত হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর বড় বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরাদ আলী ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে ছাত্রদল যুবদল ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়