মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের হামলায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় ইদ্রিস আলী টুকুল (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস আলী টুকুল হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের ইজ্জতুল্লাহর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ অক্টোবর গাংনীতে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাবেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ–সভাপতি রেজানুল হক ইমন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ইদ্রিস আলী টুকুলকে ৫০ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলার বাংলা নম্বর-১৭, তারিখ ১৫/০৫/২৫ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঙ্কুশ জানান, দীর্ঘদিন ধরেই মামলায় আসামিদের শনাক্তের প্রক্রিয়া চলছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টুকুলকে আটক করা সম্ভব হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, গ্রেফতারের পর ইদ্রিস আলী টুকুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।