মেহেরপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুণকে বিজয়ী করার লক্ষ্যে মেহেরপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহীর নেতৃত্বে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার চত্বর থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটমোড়ে গিয়ে শেষ হয়। জনসাধারণের সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ভোটারদেরকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে ছাত্রদল নেতা ইবনে আন নাফিস কৌশিক, নবাব, আলবাব খানসহ পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মধ্যে প্রার্থীর প্রতি সমর্থন ও উৎসাহ বৃদ্ধি করার পাশাপাশি নির্বাচনী পরিবেশ সচেতন ও শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শহরের সড়ক প্রদক্ষিণকালে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাদের স্বাগত জানান এবং প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করেন। পৌর ছাত্রদলের এই উদ্যোগকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা প্রার্থীর প্রচারণা শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।
মেহেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ী হওয়ার লক্ষ্যে ছাত্রদলের এই গণসংযোগ কর্মসূচি ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং প্রার্থীর উপস্থিতি দৃঢ় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।