মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কলা বোঝাই একটি ট্রাক উল্টে হুমায়ুন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাজু (৩২) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (তারিখ) সন্ধ্যার দিকে উপজেলার মহাজনপুর মাঠ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন মহাজনপুর গ্রামের বাদশার ছেলে। আহত সাজু একই গ্রামের মোহর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, কলা বোঝাই ট্রাকটি মহাজনপুর এলাকা থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের ওপর থাকা হুমায়ুন ও সাজু নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহত সাজুকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের দাবি, সড়কটি তুলনামূলক সরু হওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।