মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের (ক) ইউনিট বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লালটু মাস্টার। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে ধানের শীষের পক্ষে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ মাস্টার, গাংনী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুকুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, ধানখোলা (ক) ইউনিটের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, ইউনিটের অন্যতম নেতা রাজু আহমেদ এবং ধানখোলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জসীমউদ্দীন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। গণসংযোগ জোরদার করে দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।