মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, সিলডিনাফিল ট্যাবলেট ও চকলেট বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (আজ) দুপুর ২টার দিকে ৪৭ বিজিবি কাজিপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৪৬/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় অভিযানটি চালানো হয়। জেসিও-৯২৭৬ সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে টহলদল মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালানি পণ্য উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩০ বোতল মদ, ৭০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি। প্রাথমিকভাবে এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।