মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন দশম শ্রেণীর শিক্ষার্থী সপ্না খাতুন। মামলাটি সোমবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের বিজয় দিবস থেকে ২০২৫ পর্যন্ত রাজু আহমেদ তাকে স্কুল অফিসসহ বিভিন্ন স্থানে ধরে রেখে জোরপূর্বক ধর্ষণ করেছেন। পাশাপাশি মোবাইল ফোনে যৌন হয়রানি চালিয়ে আসছিলেন।
স্থানীয়রা জানান, অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাজু মাষ্টার পলাতক। বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বরখাস্ত করলেও শিক্ষার্থী ও গ্রামবাসি তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নথি এখনও থানায় পৌঁছেনি। মামলা রেকর্ড করে তদন্ত এবং আসামী গ্রেফতারে অভিযান চালানো হবে।