মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল বিশ্বাস (৫৮) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে এবং দরবেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ক্লাস শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক তোফাজ্জল। পুরাতন দরবেশপুর এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।