মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর-২(গাংনী) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল । শনিবার বেলা ১১ দিকে গাংনী ফুটবল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গাংনী বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য দেন, মেহেরপুর জেলা মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমীন, ধানখোলা ইইনয়ন মহিলা দলের সভানেত্রী শিল্পী খাতুন, বামন্দী ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জেসমীন আক্তার ও কাথুলী ইউনিয়ন সভানেত্রী হানুফা খাতুন।
এ সময় বক্তারা বলেন, মেহেরপুর-২ আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেত্রী ও কর্মীগণ অংশ গ্রহণ করেন।
মিজানুর রহমান অপু
মেহেরপুর ০১৭১২-১৭৯৬৫৩