মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত এ নির্বাচনে বকুল-বিজন পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে। নির্বাচন প্রক্রিয়া সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলেছে। মোট ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে আলামিন ইসলাম বকুল ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পান ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ২৫৬ ভোটে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান (কাজী মিজান মেনন) পান ৮৮ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে একেএম আনোয়ারুল হক কালু (২৫৩ ভোট), নুর রহমান (২২১ ভোট), মাজহারুল ইসলাম (২০৯ ভোট), সোহেল রানা (১৯৬ ভোট) এবং নজরুল ইসলাম (১৭৭ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে পরাজিত প্রার্থী শামসুর রহমান ১৫৪, নাজমুন নাহার রিনা ১৬১,এসএম সাজাহান ১১৬, দবির হোসেন ৯০ খম ইব্রাহীম আলী ৮৩ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। এর আগে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম। সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর। বক্তারা বিশেষভাবে গুরুত্বারোপ করেন সমাজের অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য কার্যক্রম সম্প্রসারণ এবং যুবসমাজকে মানবিক সেবায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর।