মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অভিযোগ করে বলেছেন ক্যাসিনো টাকায় ধানের শীষের প্রার্থীকে অস্থিতিশীল করার চেষ্টা করছে গাড়াবাড়িয়া গ্রামের সাজ্জাদ হোসেন পলাশ নামের এক অনলাইন জুয়াড়ি।
বৃহস্পতিবার বিকালে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সভায় তিনি নিয়ে কথা বলেন।
আসাদুজ্জামান বাবলু আরও বলেন, কয়েক মাস আগে ঘোষিত বিএনপির নতুন কমিটি থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। আর সেই সুযোগে কিছু অনলাইন ক্যাসিনো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিক্ষোভ ও মনোনয়ন বাতিলের দাবির কর্মসূচি চালাচ্ছেন।
তিনি বলেন, গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন পলাশ ঢাকায় আওয়ামীলীগ ও মেহেরপুরে জামায়াত সমর্থক আর গাড়াবাড়িয়াতে বিএনপি’র পরিচয় দেয় এবং মিল্টন সাহেবের সাথে চলাচল করেন। এ সময় তিনি অনলাইন জুয়াড়ি সাজ্জাদ হোসেন পলাশের বিচার দাবি করেন।
ক্যাসিনো সম্রাটরা মিল্টন সাহেবকে টাকা দিয়ে আমজাদ সাহেবের নামে অপপ্রচার করাচ্ছে এসবের দাঁতভাঙ্গা জবাব আমাদের সকলকেই দিতে হবে জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বাবলু বলেন,আমজাদ সাহেব সৎ এবং যোগ্য নেতা তাকে নিয়ে অপসংবাদিকতা না করার আহবান জানান আসাদুজ্জামান বাবলু।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি মোঃ আমজাদ হোসেন।
এ সময় গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন, কাথুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা আবদুস সাত্তার,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ছাত্রদল নেতা ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা আবু সায়েম পল্টু।