মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন,
“প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের মুখে হাসি ফুটানোই আমাদের প্রকৃত মানবিক দায়িত্ব। প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ খায়রুল ইসলাম বলেন,
“উপজেলা প্রশাসন সবসময় সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে কাজ করছে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রিতম শীল, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স্থানীয় সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মুখে