মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেছেন, দেশের নির্বাচন মানুষের ভোটে হতে হবে। দিনের ভোট রাতে হবে না। মানুষকে ভালোবেসেই ভোট নিতে হবে। সোমবার বিকেলে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু আমার কোনো ভুলভ্রান্তি মনে রেখে ধানের শীষকে ভুলে গেলে চলবে না। ধানের শীষ প্রতীক মেহনতী মানুষের প্রতীক। ধানের শীষ মানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এই ধানের শীষের প্রতীককে রক্ষা করতে গিয়ে আপনারা গত ১৬ বছর বিভিন্ন সময়ে জেল জুলুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। ধানের শীষকে বিজয়ী করলেই মানুষের মুক্তি মিলবে, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্যে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেন, আমজাদ হোসেন একজন সৎ ও যোগ্য নেতা। ২০০৮ সালে এমপি থাকাকালীন সময়ে তাকে নানা নির্যাতন, জেল, জুলুম সহ্য করতে হয়েছে। এসব বিবেচনায় কেন্দ্র তাকে এই আসনে মনোনয়ন দিয়েছে। যেকোনো মূল্যে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, কাথুলী ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, ছাত্রদল নেতা রেজানুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা