মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড টিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতীম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির,মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র,মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনজুমান আরা,মুজিবনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, গাংনী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আজীজ প্রমূখ।