মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেরপুর পৌর এলাকার গোরস্থান পাড়ার মৃত ইউনুস খাঁর ছেলে জনি খাঁ (৪২) এবং সদর উপজেলার হরিরামপুর গ্রামের শেখ বক্সের ছেলে তাহাজ্জেল (৫২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পৌর এলাকার গোরস্থান পাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তিন গ্রাম হেরোইনসহ জনি খাঁ ও তাহাজ্জেলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।