মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে গাংনী উপজেলা রামকৃষ্ণপুর ধলা এলাকায় অবৈধভাবে সার মজুদের ঘটনায় আবু সামাদ নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেন।
জানা গেছে, সারপ্রচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন ২০১৮ এর ৮(১) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় গাংনী থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।