মেহেরপুর প্রতিনিধিঃ
শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। গনযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক তারেক মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম সিরাজুম মুনির।
এসময় বক্তারা বলেন, শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।