মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল,মহব্বতপুর,বাদিয়াপাড়া,কামারখালি, ষোলটাকা,সহড়াবাড়িয়া গ্রাম বাসীর উদ্যোগে ঐ এলাকার ফসলি জমীর পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে মানববন্ধনের বক্তরা বলেন,দীর্ঘদিন যাবত গাংনী উপজেলা তেরাইল,মহব্বতপুর,বাদিয়াপাড়া,কামারখালি, ষোলটাকা,সহড়াবাড়িয়া সহ আশপাশের গ্রামে পানি নিষ্কাশন এর ব্যবস্থা না থাকার ফলে। কয়েক হাজার একর ফসলি জমিতে পানি জমে থাকার ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ওই এলাকায় পানির নিষ্কাশনের কোন ব্যবস্থা না ফলে কৃষকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে ওই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।