মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা জাতীয়তাবাদ কৃষক দলের উদ্যোগে সারসংকট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকিকবে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, সদর উপজেলা কৃষক দলের সদস্য মাজহারুল ইসলাম হেলেন উপস্থিত থেকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহামদ আবদুল ছালামের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরে মেহেরপুরের বিভিন্ন জায়গায় সার সংকটের কারণে হাজার হাজার হেক্টর জমি চাষাবাদে কৃষকদের ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। চলমান মৌসুমে জেলার বিভিন্ন জায়গায় সারের সংকট হচ্ছে। বিশেষ করে ইউরিয়া, ডিএসপি,পটাশ,সার সরবরাহের অপ্রতুলতা কৃষকদের দিশেহারা করে তুলেছে।