মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা বন্ধে তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার সময় হাসপাতাল প্রাঙ্গনে মেহেরপুর সর্বস্তরের জনগন ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, ক্রীড়া সংগঠক শাপলা শেখ, এ এস লিটন, জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, কলেজ ছাত্র মারুফ ইসলাম, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মল্লিকপাড়া যুব সংঘের সভাপতি হাসনাত জামান সৈকত, এনসিপির জেলা কমিটির সদস্য শাওন শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন . এয় হাসপাতালের তত্ত্বাবধায়ক একটি রাজনৈতিক দলের সাথে সক্ষতা তৈরি করে দুর্নীতি, অনিয়ম, ও অব্যবস্থাপনা সৃষ্টি করেছে। সাধারণ রোগিরা চিকিৎসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালে প্যারাসিটামল ছাড়া আর কোন ঔষধ পাওয়া যায়না। তত্ত্বাবধায়কের অপসারণ না হলে রোগীবান্ধব হাসপাদালের সৃষ্টি হবেনা। অবিলম্বে হাসপাতালের তত্ত্বাবধায় কে অপসারন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দেলন গড়ে তোলা হবে।