মেহেরপুর প্রতিনিধি:
বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। আজ বৃস্পতিবার( ১৬ আক্টোবর) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে হরিজন ঐক্য পরিষদ ও হরিজন যুব ঐক্য পরিষদ এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মেহেরপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের অন্য তিনটি দাবির মধ্য রয়েছে কর্ম থেকে কাউকে অব্যাহতি না দেওয়া, চাহিদা অনুযায়ী বাসস্থান প্রদান করতে হবে এবং কর্মরত অবস্থায় দুর্ঘটনায় শারীরিক ক্ষয়ক্ষতি হলে চিকিৎসার সম্পূর্ণ দায়ভার মেহেরপুর পৌরসভাকে নিতে হবে।
সংগঠনের সভাপতি বাচ্চু বাসফোড়ের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন ভূঁইমালি, কল্যাণ পরিষদের সভাপতি মিঠু বাসফোড়, যুব পরিষদের সভাপতি জনি বাসফোড়, যুগ্ম সম্পাদক অমিত কুমার প্রমুখ।
বক্তারা বলেন, “পরিচ্ছন্নতা কর্মীরা শহরের সৌন্দর্য ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ তাদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি।”
তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি পালনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।


পূর্ববর্তী খবর