মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি খাতুন (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় সদর উপজেলার কাথুলি- ষোলমারি রাস্তার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অমি খাতুন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রামদাসপুর ভিটিরমাঠ গ্রামের স্কুল শিক্ষক রাহিনুল ইসলামের স্ত্রী ও মেহেরপুর পৌরসভার পুরাতন পোষ্টঅফিস পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে।
স্থানীয়রা জানান, রাহিনুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মেহেরপুর শশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রামদাসপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা ফতেপুর নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করার সময় হটাৎ করে সামনে একটি ভ্যান চলে আসে। তখন সে জোরে ব্রেক মারলে তার স্ত্রী মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাকটি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটানাস্থলেই তার মৃত্যু হয়। জনগন ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট ১৮-৪১৭৫।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


পূর্ববর্তী খবর