মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে শহরে বড়বাজারে জেলা বিএনপির ৩১ দফা দাবি প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩১অক্টোবর২০২৫) সকাল দশটার সময় মেহেরপুর শহরে বড় বাজারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ গণসংযোগ ও লিফলেড বিতরণ করা হয়।
গণসংযোগ লিফলেট বিতরণের এ সময় তিনি মেহেরপুর শহরে এলাকাবাসীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন,পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এহান উদ্দিন মনা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু,জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলিফ আরাফাত খান,মেহেরপুর শহর বড়বাজার সাধারণ সম্পাদক আলাল,বিএনপি নেতা নাহিদ আহমেদ,সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
												 
