মেহেরপুর প্রতিনিধি:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা এবং উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫২ ধারায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে মিলন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং গাজী হোম ডেলিভারিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।