মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের আমদহ ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আমদহ ইউনিয়নের আশরাফপুর স্কুল মাঠে এ দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট কামরুল হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুজিবনগর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আলমগির খান সাতু, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদসহ জেলা ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা অংশ নেন। মাহফিলে বক্তারা বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে বিশেষ দোয়া করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একজোট হয়ে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করেন।