মেহেরপুর প্রতিনিধিঃ
রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো উফসী ধান বীজ ও সার এবং হাইব্রীড ধানের বীজ বিনামুল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ৭৫০ জন চাষিকে উফসী ধান বীজ ৫ কেজি ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এবং ৩৭৫ জন চাষির প্রতি জনকে ২ কেজি বোরো হাইব্রীড ধান বীজ প্রদান করা হয়। এ হিসেবে ১ হাজার ১২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি প্রণোদনা সুবিধা পাবেন।