মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোঁতা গ্রামে পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন ওরফে মিতু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহত মরিয়ম খাতুন বুড়িপোঁতা গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল মালেক ওরফে সাহেব আলীর মেয়ে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, দুপুরের দিকে শিশুটি বাড়ির বাইরে খেলতে বের হয়। অনেকক্ষণ হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায় এবং দ্রুত উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে মরদেহটি পরিবারের হেফাজতে রয়েছে।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ