মেহেরপুর প্রতিনিধিঃ
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খাঁন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, পৌর আমির ডলারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তি শক্তিশালী হবে।
বক্তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, গণভোটের মাধ্যমে নতুন রাজনৈতিক কাঠামো গঠনের দাবি আজ জাতীয় প্রয়োজন।
জেলা আমির মাওলানা তাজউদ্দিন খাঁন বলেন, আমরা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে আন্দোলন করছি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে।