মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে পানিতে ডুবে মুরসালিন (১০) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় অসাবধানতাবশত মুরসালিন পানিতে পড়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।