মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলিফ ফার্নিচার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। কারখানা মালিক ফারুক হোসেনের দাবি, এ ঘটনায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি ফিরে যান ফারুক হোসেন। মধ্যরাতে নাইটগার্ডের ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আগুনে তার কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত। ফারুক জানান, তিন বছর আগে বিভিন্ন এনজিও থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ব্যবসাটি শুরু করেন।
ফারুকের বাবা সিরাজুল ইসলাম বলেন, “তিন বছর আগে জোড়পুকুরিয়ায় আমার একটি ফার্নিচার কারখানাও একইভাবে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবারও একই কাণ্ডে আমরা সর্বস্বান্ত।”
স্থানীয়রা জানান, ফারুকের কারখানায় কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। আগুনে কারখানা পুড়ে যাওয়ায় এখন পরিবারসহ নিঃস্ব হয়ে পড়েছেন ফারুক হোসেন।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত চলছে।