মেহেরপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মেহেরপুরের গাইনি উপজেলার মটমুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কুমারীডাঙ্গা পশ্চিমপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন। তিনি উপস্থিত সকলের সঙ্গে দোয়া ও প্রার্থনা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য।
মটমুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপি নেতা ও কর্মীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের সকলের কাম্য। তারা দেশবাসীর কাছে দোয়া ও সমর্থনের জন্যও আহ্বান জানান।
দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।