তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মেহেরপুরে ই-কমার্স ও লাল-সবুজ ডট কম প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) জেসমিন আক্তার, তথ্য সেবা সহকারী তানিয়া খাতুন, তথ্য সেবা কর্মকর্তা আরজিনা খাতুন, সান্তনা আক্তার, সাবরিনা আক্তার, আনিসুর রহমান এবং আরিফুজ্জামান পলাশ প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা নারীদের ই-কমার্স খাতে সম্পৃক্ততার গুরুত্ব, অনলাইন ব্যবসা পরিচালনার পদ্ধতি এবং লাল-সবুজ ডট কম প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ