মেহেরপুর প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। পরে পাবলিক লাইব্রেরি মোড়ে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুহা. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।