মুজিবনগর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মেসার্স ডালিম ব্রিক্স ইটভাটায় চুরি যাওয়া দুটি ট্রাক্টরের ব্যাটারি পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে লাল্টু মিয়া ওরফে লাল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের পর লাল্টুর দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লাল্টু মিয়া মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গত ১৩ আগস্ট পুরন্দরপুর গ্রামের মেসার্স ডালিম ব্রিক্স ইটভাটায় দুটি ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়। পরে ইটভাটার মালিক তসলিম ওর নামের একজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্য লাল্টু মিয়া ওরফে লালকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে কুষ্টিয়া থেকে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করে পুলিশ।